সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউনিয়া ৮২ পিচ মাদক সহ আটক ১ বরিশালে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ ডিলারের বিরুদ্ধে কিডনি খারাপ কারন কি? পদমর্যাদায় ৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি সরকার সংস্কার কমিশনের ১৩ প্রস্তাব নভেম্বরে বাস্তবায়ন করবে : তথ্য উপদেষ্টা বিটিআরসির জরুরি বার্তা! ৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম? যে শর্তে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ল! শিক্ষকদের আন্দোলন ত্যাহার:আগামীকাল থেকে ক্লাস শুরু! ঘরোয়া কিছু সহজ উপায় গলাব্যথা কমাতে পারে! এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি নতুন বেতন নির্ধারণে সরকারি কর্মচারীদের খসড়া প্রস্তাব চূড়ান্ত সচিবালয়ে জরুরি বৈঠক অগ্নিকাণ্ড ঘটনায় নতুন কর্মসূচি জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর মিরপুরে প্রিন্টিং কারখানায় নিহত-৯ আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
কয়েকটি সহজ উপায় ওজন নিয়ন্ত্রণে রাখতে

কয়েকটি সহজ উপায় ওজন নিয়ন্ত্রণে রাখতে

কয়েকটি সহজ উপায় ওজন নিয়ন্ত্রণে রাখতে
কয়েকটি সহজ উপায় ওজন নিয়ন্ত্রণে রাখতে

কয়েক সপ্তাহ বা মাস ধরে আপনি ওজন কমানোর পেছনে অনেক পরিশ্রম করেছেন। হয়তো তলপেটের মেদ কমেছে, খাওয়া-দাওয়ার অভ্যাসে শৃঙ্খলা এসেছে, শরীরচর্চাও নিয়মিত করেছেন। তবে এত কষ্টের ফল যেন আবার মাটি না হয়ে যায়, সেজন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। হঠাৎ করে রুটিন হারিয়ে ফেললে বা খাওয়া-দাওয়ার অনিয়ম শুরু হলে ওজন ফিরে আসতে বেশি সময় লাগবে না।

তাই নিয়ম না ভাঙার কিছু সহজ উপায় জেনে নিন।

ভারী খাবারের পর হেঁটে নিন
অনেক সময় বন্ধু-বান্ধবদের সঙ্গে খাওয়াদাওয়ার সময় অতিরিক্ত খেয়ে ফেলতে পারেন। তখন খাবার হজম করাতে একটু হাঁটাচলা খুব উপকারী। দুপুর ও রাতের খাবারের পর অন্তত ১৫-২০ মিনিট হেঁটে নিন। এতে হজম ভালো হবে আর অতিরিক্ত ক্যালরিও পুড়বে।

সময়মতো খাবার খান
রুটিন মেনে খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অনিয়মিত সময়ে খাওয়া-দাওয়া করলে হজমের সমস্যা হতে পারে, বিপাক হার কমে যেতে পারে, আর ধীরে ধীরে ওজনও বাড়তে পারে। তাই সকাল, দুপুর ও রাতের খাবার একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার চেষ্টা করুন।

হাইড্রেটেড থাকুন
ব্যস্ততা বা আনন্দের সময় অনেকেই পানি খেতে ভুলে যান। তবে শরীর হাইড্রেটেড না থাকলে দুর্বলতা, ক্লান্তি এমনকি ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই দিনে পর্যাপ্ত পানি পান করুন। সাথেই ডাবের পানি বা ঘরে তৈরি পানীয় খেতে পারেন। কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলাই ভালো।

নিয়ম রক্ষা করলেই ফল মিলবে
মনে রাখবেন, ওজন কমানোর সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধারণযোগ্য রুটিন। রোজ এক্সারসাইজ করতে না পারলেও খাওয়াদাওয়ার নিয়ম ঠিক রাখলে ও হালকা হাঁটাচলা করলেও সুফল পাবেন।
চেষ্টা করুন, কঠোর ডায়েট না হলেও যেন সচেতনভাবে চলেন। নিজের শরীরের জন্য এই যত্নটাই সবচেয়ে বড় পুরস্কার।সূত্র : এই সময়

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯