সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বাসা বরাদ্দে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালকসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার প্রকাশিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ প্রদান করে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ ও স্থাবর সম্পত্তির মালিক হওয়া, গ্রেড ও বেসিক বিবেচনায় না নিয়ে বাসা বরাদ্দে সুপারিশ প্রদান করা, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীর নিকট হতে মোটা অংকের উৎকোচ দাবি করাসহ নানাবিধ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তার বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে ‘স্পর্শকাতর’ আখ্যা দিয়ে অভিযুক্তরা চাকরিতে বহাল থাকলে তদন্তকার্যে প্রভাব বিস্তারসহ আরো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা জানিয়েছে মন্ত্রণালয়।