সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট এলাকা থেকে চার মাদকসেবীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫ দিন (বিনাশ্রম) করে সাজা দেওয়া হয়।সাজাপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলাল শেখ (৪০), মোহাম্মদ ওয়াহেদ (৩৫), মো. রবিন খলিফা (৩২) ও মো. আব্দুল্লাহ মাহমুদ শাহজালাল (৩৫)। তারা মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকারা বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুরমুট এলাকার মা বারই রানী (র.) মাজার শরীফ থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা সহকারী ভূমি কমিশনার তাসনিম জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে গোপন সূত্রে জানা যায়, দুরমুট এলাকার মা বারই রানী (র.) মাজার শরীফে মাদকসেবীরা আড্ডা দিচ্ছেলেন। পাশাপাশি তারা মাদক সেবক করছেন। পরে ভ্রাম্যমাণ আদালত দুপুরে ওই মাজার শরীফে অভিযান চালান। অভিযানে চারজনকে আটক করা হয়। পরে প্রত্যেককে ৫ দিন (বিনাশ্রম) করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত পরিচালক তাসনিম জাহান।