সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> পুলিশ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব্বির আহম্মেদ ওরফে সোনা মিয়াকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৮০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাব্বিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির একই এলাকার মৃত হাজী হাবিবুর রহমানের ছেলে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।