রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> আজ শনিবার (১৩ই এপ্রিল) সকালে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিষকানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আফজাল হোসেন(৬০) ও জাকারিয়া (২৩)।
পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে রাস্তার খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, দ্রুত গতিতে একটি সিএনজি মহাসড়কের বিষকানী নামক স্থান অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পড়ে দুই জন নিহত হয়। এসময় আরও চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।