শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি, বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আবদুল বারেক এর বিরুদ্ধে মিথ্যা জালিয়াতি মামলায় তাকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা মানবন্ধন করেন। উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আবদুল বারেক হোসেনের বিরুদ্ধে সি. আর. ২১৮/২০২৪ (বিমানবন্দর) মিথ্যা জালজালিয়াতি মামলা করা হয়। উক্ত মামলায় জামিন প্রার্থনা করতে গেলে আদালত জামিন নামঞ্জুর করেন।
মানববন্ধনে বক্তারা দাবী করেন, তাদের সহকর্মী আবদুল বারেক বাবুগঞ্জে কর্মরত থাকাকালীন নামজারী মোং নং ৫৫৪(১)/ কেটি/২০২১-২২ এর প্রস্তাব দেন এবং পরবর্তীতে তৎকালীন সহকারী কমিশনার(ভূমি) নামজারী’ টি মন্জুর করেন। উক্ত নামজারীতে অন্য পক্ষের আপত্তি থাকায় এবং দলিল সন্দেহ হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) পরবর্তীতে উক্ত নামজারী মামলা এবং সৃজিত ৫০৭ নং খতিয়ান মিস মামলা নং ৯বি/২০২২-২৩(১৫০ ধারা) মোতাবেক বাতিল করেন।
উক্ত নামজারী টি বাতিল হওয়ার পরও শেখ শামীম উদ্দিন পিং শেখ আকিন উদ্দিন এর পক্ষে মঞ্জুর শাহরিয়ার বাদী হয়ে ভূমি সহকারী কর্মকর্তা বারেক হোসেনকে ৮নং, কানুনগো মো: তফিকুর রহমানকে ৯ নং, সার্ভেয়ার মো: জসিম উদদীন কে ১০ নং আসামী করে
সি. আর. ২১৮/২০২৪ (বিমানবন্দর) মামলা দায়ের করেন।
মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির বরিশাল জেলার সাধারন সম্পাদক মশিউর রহমান পল্টন বলেন, রেজিস্ট্রি দলিল যাচাই করা ভূমি সহকারী কর্মকর্তাদের দ্বায়িত্ব নয় এবং যাচাই করার সুযোগও তাদের নেই। যদি কেউ জালিয়াতি করা দলিল দিয়ে নামজারী আবেদন করেন, সেক্ষেত্রে উক্ত জালিয়াতির দায় তাকেই নিতে হবে।
মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির বরিশাল জেলার সভাপতি হা ম রহমান বলেন, আমরা আমাদের সহকর্মী আবদুল বারেকের মুক্তি চাই এবং তাকে অহেতুক হয়রানির প্রতিবাদ জানাই। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আবদুস সোবাহান বলেন, যেহেতু দলিল জালিয়াতির দায় সংশ্লিষ্ট প্রতারক ব্যক্তির, নামজারী সংশ্লিষ্ট কোন কর্মকর্তার নয় আমাদের সহকর্মীকে মিথ্যা মামলা থেকে পরিত্রান দিতে হবে, নাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো। মানববন্ধনে আরও বক্তৃতা দেন ভূমি সহকারী কর্মকর্তা এ কে আজাদ, মিজানুর রহমান, দীপক চ্যাটার্জী, ভূমি উপসহকারী কর্মকর্তা মো: কামাল হোসেন,মো: রুবেল, রুহুল আমিন খান,ওবায়দুর রহমান, জহিরুল ইসলাম,মিশেল আল সাদিক, শিপন ভাবুক প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল জেলায় কর্মরত সকল ভূমি সহকারী ও উপ- সহকারী কর্মকর্তাবৃন্দ।বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত উপ- সহকারী ভূমি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভূমি উপ-সহকারী কর্মকর্তা জনাব নাজমুল আলম বলেন সাব-রেজিস্ট্রার অফিসে সম্পাদিত দলিলের তথ্য অনলাইনে যাচাইয়ের সুযোগ নামজারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হলে এ ধরনের জালিয়াতি রোধ করা সম্ভব হবে।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।