শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মিথ্যা মামলার প্রতিবাদে বরিশালে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন। কারাগারে বাবুল, মাঠে বোন নাসিমা: বানারীপাড়ায় আওয়ামী লীগের নেপথ্য রাজনীতি ও বিশৃঙ্খলার অভিযোগ বরিশালের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ: এডভোকেট এনায়েত হোসেন বাচ্চু কাজী দুদকের চীপ প্রসিকিউটর রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন টিউলিপ ভারতের স্বার্থরক্ষায় পরিকল্পিত হত্যাযজ্ঞ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া ভোট বানচালের চেষ্টায় আ.লীগ পাকিস্তানজুড়ে উত্তেজনা ইমরান খানের খোঁজ না মেলায়  গাজীপুরে আখেরি মোনাজাতে শেষ হলো জোড় ইজতেমা খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না’ সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আইয়ুব মিয়া বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা লালমোহনের নিখোঁজ ১৩ জেলে ভারতে কালিয়াকৈরে আগুনে পুড়ল ৭৫ ঘর শিশু সামনে প্রাণ গেল শিক্ষিকার
শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে নতুন বার্তা
শীত নিয়ে নতুন বার্তা

অনুসন্ধান২৪>>পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (১ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সোমবার সকাল ৬টায় (১২.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮০.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিল নাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিন সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯