সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউনিয়া ৮২ পিচ মাদক সহ আটক ১ বরিশালে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ ডিলারের বিরুদ্ধে কিডনি খারাপ কারন কি? পদমর্যাদায় ৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি সরকার সংস্কার কমিশনের ১৩ প্রস্তাব নভেম্বরে বাস্তবায়ন করবে : তথ্য উপদেষ্টা বিটিআরসির জরুরি বার্তা! ৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম? যে শর্তে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ল! শিক্ষকদের আন্দোলন ত্যাহার:আগামীকাল থেকে ক্লাস শুরু! ঘরোয়া কিছু সহজ উপায় গলাব্যথা কমাতে পারে! এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি নতুন বেতন নির্ধারণে সরকারি কর্মচারীদের খসড়া প্রস্তাব চূড়ান্ত সচিবালয়ে জরুরি বৈঠক অগ্নিকাণ্ড ঘটনায় নতুন কর্মসূচি জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর মিরপুরে প্রিন্টিং কারখানায় নিহত-৯ আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
কাউনিয়া ৮২ পিচ মাদক সহ আটক ১

কাউনিয়া ৮২ পিচ মাদক সহ আটক ১

কাউনিয়া ৮২ পিচ মাদক সহ আটক ১
কাউনিয়া ৮২ পিচ মাদক সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল কাউনিয়া থানা পুলিশ ৫ নং ওয়ার্ড পলাশপুর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা সাড়ে বারোটায় সময় ৮২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কৃষ্ণ সুন্দরী সুমি আক্তার (১৯)কে আটক করেন। যার আনুমানিক বাজার মূল্য ২৪ হাজার ৬০০টাকা।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেনের দিকনির্দেশনায এসআই হরষিত সঙ্গীয় ফোর্স এএসআই শরীফ হোসেন, তরিকুল, আলমগীর, নারী কনস্টেবল তামান্না আক্তার,কে সঙ্গে নিয়ে ৫ নং ওয়ার্ড হাজী মোঃ সাইদুর রহমানের ভাড়াটিয়া বাসা হতে আসামি সুমি আক্তার(১৯) নামে এক কৃষ্ণ সুন্দরী ৮২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। আসামি সুমি আক্তার পলাশ পুরের নাম দাড়ি মাদক ব্যবসায়ী মানিক মোল্লার সম্পর্কে শেলীকা হন। বড় বোন সিমা আক্তার তার দুলাভাই মানিক মোল্লা দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছেন। কিছুদিন আগে মানিক মোল্লা মাদকসহ এয়ারপোর্ট থানায় ধরা পরে বর্তমানে জেল হাজতে রয়েছে।

এ ব্যাপারে এসআই হরষিত বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৫ নং ওয়ার্ড পলাশপুর হাজী বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ অবস্থান করছে।তারই সূত্র ধরে সঙ্গীও ফোর্স সহ সেখানে উপস্থিত হই কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে সুমি আক্তার এর বড় বোন মাদক ব্যবসায়ী মানিক মোল্লার স্ত্রী সিমা আক্তার শুকৌশলে পালিয়ে যান এবং আসামি সুমি আক্তার (১৯)কে ধরতে সক্ষম হই। তার স্বীকার অনুসারে একটি পার্টস ব্যাগের মধ্য থেকে ৮২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২১ হাজার ৬ শত টাকা জব্দ করি।

মানিক মোল্লা সম্বন্ধে আরও জানা যায় তিনি একাধিক মাদক মামলার আসামি এবং অনেকবার পুলিশের খাঁচায় বন্দী ও হয়েছেন জেল ও খেটেছেন। আবার অবৈধ মাদক ব্যবসার টাকার ঝনঝনানিতে বের হয়ে পুনরায় তিনি স্ত্রী আত্মীয়-স্বজনসহ নিয়মিত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

আসামি ১.সুমি আক্তার (১৯) পিতাঃ মোঃ এনাম সাং হিরণ থানাঃ কোটালীপাড়া জেলাঃ গোপালগঞ্জ। বর্তমান ঠিকানাঃ হাজী বাড়ি ওয়ার্ড নং ৫ পলাশপুর থানাঃ কাউনিয়া জেলাঃ বরিশাল। ২. সিমা আক্তার স্বামীঃ মানিক মোল্লা বর্তমান ঠিকানা হাজী বাড়ি ৫নং ওয়ার্ড পলাশপুর।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যার পরিপ্রেক্ষিতে আজকের এই অভিযানে ৮২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করতে স্বক্ষম হয়েছি।ভবিষ্যতে আমাদের এ অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কে কোনরকম ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯