সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>সিলেটে পৌঁছেছেন দুবাইয়ের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের চিকিৎসক আহমদ মোহাম্মদ আবদুল্লাহ আব্দুল রহমান আলকামালীসহ ৪ সদস্যের প্রতিনিধি দল।
শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমান (BG248) যোগে দুবাই থেকে সিলেটে পৌঁছে বিদেশি ওই প্রতিনিধি দল।
পরে নগরীর হোটেল বেলি গার্ডেনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন তারা। সেখানে রাত্রীযাপন করবেন বলে জানা গেছে।
প্রতিনিধি দলটি আজ শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত সিলেট জাতীয় হার্ট ফাউন্ডেশনে শিশু হৃদরোগীদের হার্টের জন্মগত ত্রুটি সম্বলিত চিকিৎসাসেবা দেবে। এই লক্ষ্যে আজ তারা সিলেটে আসেন। কার্যক্রম শেষে আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ বিমান (BG251) বিমানযোগে দুবাই প্রত্যাবর্তন করবে দলটি।