সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স :: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে তার মৃত্যু হলেও রোববার বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। মৃত মমতাজ বেগম (৪৫) পিরোজপুর জেলার সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে জানা গেছে, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে নতুন ভর্তি সামান্য বেড়েছে। রোববার (২৫ আগষ্ট) চিকিৎসাধীন আছে ১৭৫ জন। হাসপাতালের রেকর্ড শাখার তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৫৪ জন। এর মধ্যে পুরুষ ৩৩, মহিলা ১৪ ও শিশু ৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭৫ জনের মধ্যে পুরুষ ৮৯, মহিলা ৫০ ও শিশু ৩৬ জন। ২৪ ঘন্টায় বিদায়ের সংখ্যা আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘন্টায় বিদায় নিয়েছে ৬২ জন। এর মধ্যে পুরুষ ৩৫, মহিলা ১৬ ও শিশু ১১ জন। এর আগের ২৪ ঘন্টায় বিদায় নিয়েছিল মাত্র ১৪ জন। ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৪১৮ জন। মৃত বরন করেছে মোট ৬ জন।