রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা ঘটনায় ঘাতক স্বামী আটক ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি ৫৯৩ শুটিংয়ের কথা বলে মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সালমানের বাড়িতে হামলায় ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই গ্রেপ্তার ভূমিকম্পে নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত ফের হামলার শঙ্কায় সদরপুরের ৫ শতাধিক হিন্দু পরিবার সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম চাকরি পেতে জালিয়াতি, ছেলের ৩ বছরের বড় গ্রামপুলিশ বাবা! জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন এরা নারীবাদী কথার অর্থই জানে না’ কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের
যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়

যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়

যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়
যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়

অনুসন্ধান২৪>>মতলব উত্তরে যাত্রীবাহী গাড়ি থেকে জব্দ জাটকা এতিমখানায় বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

শনিবার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি, ঢাকাগামী ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ৬০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে মাঠপর্যায়ে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো: নাসিম।

উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

এসময় মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ সময়ে পরিবহন যোগে জাটকা পাচার বন্ধে প্রতিদিন বিভিন্ন সড়ক ও নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে। জাটকা পরিবহন, বিক্রি বা মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে নিয়মিত টহল পরিচালনা করছি।

জেলেদের নিষিদ্ধ সময়ে নদীতে গিয়ে জাটকা ধরা থেকে বিরত রাখতে আমরা তাদের সচেতন ও উদ্বুদ্ধ করছি।

একই সঙ্গে স্থলপথে যাতে পরিবহনযোগে জাটকা পাচার না করা যায়, সেজন্য টহল জোরদার করা হয়েছে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলছে জাটকা সংরক্ষণ অভিযান। প্রতিদিন নৌ-নদী ও স্থলপথে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯