রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>>রাজশাহীর বাঘায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার মামলায় আসামি ঘাতক স্বামী মো. সুরুজকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২২ নভেম্বর) র্যাব-৫, সিপিএসসি রাজশাহী কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ঢাকার মিরপুর ১২ এলাকা থেকে সিপিসি-১ মিরপুর ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সুরুজ রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভিকটিম অনন্যা খাতুন মুন্নি (২৫) এর সঙ্গে সুরুজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে অনন্যাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। পরে যৌতুকের দাবিতে ঝগড়ার জেরে গত ১ নভেম্বর ভোর ৪টায় বাড়ির উঠানে নিয়ে স্ত্রী অনন্যার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সুরুজ।
দগ্ধ অবস্থায় স্থানীয়রা অনন্যাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকালে মৃত্যুবরণ করে অনন্যা।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা করে।
র্যাব জানায়, আসামিদের গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর-১২ এলাকা থেকে এজাহারনামীয় ১ নম্বর আসামি সুরুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।