শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা ঘটনায় ঘাতক স্বামী আটক ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি ৫৯৩ শুটিংয়ের কথা বলে মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সালমানের বাড়িতে হামলায় ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই গ্রেপ্তার ভূমিকম্পে নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত ফের হামলার শঙ্কায় সদরপুরের ৫ শতাধিক হিন্দু পরিবার সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম চাকরি পেতে জালিয়াতি, ছেলের ৩ বছরের বড় গ্রামপুলিশ বাবা! জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন এরা নারীবাদী কথার অর্থই জানে না’ কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের
সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম
সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

অনুসন্ধান২৪>>বগুড়াসহ উত্তরাঞ্চলের বাজারে সব ধরনের সবজির সরবরাহ আগের তুলনায় বাড়লেও দাম কমছে না। প্রতিটি সবজি ৬০ টাকা থেকে ১০০ টাকার কমে মিলছে না। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম বেশি।

সম্প্রতি টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে।

গতকাল বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, খান্দার বাজার, কলোনী বাজারসহ অন্যান্য বাজার ঘুরে দেখা যায়, বাজারগুলোতে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। নতুন এসব সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। বাজারে প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১২০ টাকা, দেশি পেঁয়াজ ১১০টাকা, নতুন পাতা পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা, কাঁচমরিচ ১৪০ থেকে ১৬০ টাকা, শিম ১২০ টাকা, ঝিংগা ৮০টাকা, শশা, করলা ও গাজর ১০০টাকা, টমেটো ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আলু মানভেদে ২০ থেকে ২৫ টাকা, নতুন আলুর কেজি ২৪০ থেকে ২৫০ টাকা, পটল, ফুলকপি ও বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, মূলা ৪০ টাকা, দেশি আদা ১৬০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা, এবং শুকনা মরিচ ৩০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। উত্তরাঞ্চলের আরো কয়েকটি জেলায় খোঁজ নিয়ে জানা যায় সবজির দাম চড়া।

এদিকে শহরের ফতেহ আলী বাজারে ডিমের হালি ৪২ টাকা, দেশি মুরগির কেজি ৫২০, ব্রয়লার ১৬০ টাকা এবং ককরেল মুরগি ২৫০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

রাজাবাজারে বাজার করতে আসা শহরের সূত্রাপুর এলাকার আমজাদ হোসেন জানান, ৬০ থেকে ১০০ টাকার কমে সবজি মিলছে না।

বাজারে শীতকালীন সবজি উঠলেও বেশি দামে বিক্রি হচ্ছে। এই সময়ে সবজির দাম এমন চড়া হওয়ায় দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯