শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> রেকর্ড ভেঙে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রিতে। সোমবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সকাল থেকে বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে তাপমাত্রার পারদ। বেলা ১২ থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত জরুই প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। এ কারণে বেশি বিপাকে পড়েছে দিনমজুর এবং ভ্যান রিকশা শ্রমিকেরা। তীব্র তাপদাহে মাঠের ফল ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়ছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ রকম তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। আগামী দু-তিনদিনের মধ্যে বৃষ্টির কোন নেই।
বৈশাখের টানা খরতাপে জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা দাবদাহে এ জেলার মানুষ ও প্রাণীকূল ওষ্ঠাগত। দিন রাতের তাপমাত্রার পার্থক্য থাকছে কম। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবনে।
এরআগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অর্থাৎ, ১০ বছর পর জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে প্রবেশ করলো।