শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা ঘটনায় ঘাতক স্বামী আটক ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি ৫৯৩ শুটিংয়ের কথা বলে মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সালমানের বাড়িতে হামলায় ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই গ্রেপ্তার ভূমিকম্পে নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত ফের হামলার শঙ্কায় সদরপুরের ৫ শতাধিক হিন্দু পরিবার সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম চাকরি পেতে জালিয়াতি, ছেলের ৩ বছরের বড় গ্রামপুলিশ বাবা! জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন এরা নারীবাদী কথার অর্থই জানে না’ কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের
আরও দুই দফা বৃষ্টির সম্ভাবনাঃ জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক

আরও দুই দফা বৃষ্টির সম্ভাবনাঃ জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক

চলতি মাসে আরও দুই দফা বৃষ্টির সম্ভাবনা
চলতি মাসে আরও দুই দফা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন>>মাঘ মাস শেষের দিকে। আর এক সপ্তাহ পরই ঋতুরাজ বসন্ত। তবুও দেশের অনেক এলাকায় রয়েছে শীতের দাপট। ঋতুর পালা বদলের এই সময়ে মাঘের শেষে শীতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ঝরেছে।

শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলছে শনিবার পর্যন্ত। ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি কিছুটা বাড়লেও কমেনি তাপমাত্রা। দেশের কোথাও এখন আর শৈত্য প্রবাহ নেই। শনিবর রাজধানীতে সকাল থেকে রোদের ঝিলিক দেখা গেছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিই শেষ নয়। চলতি মাসেও আরও দুই দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর শনিবারের বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবার শীত বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে মেঘ সরে গেছে। রোববার থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। মাসের শেষ দিকে দু-এক দিন হতে পারে শিলাবৃষ্টি।

বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়ার মডেল পর্যালোচনা করে কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল বলেন, আগামী ১০ দিনের মধ্যে আবারও দু’দিন করে মোট চার দিন বৃষ্টিপাত হতে পারে। ১০ ও ১১ ফেব্রুয়ারি রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোতে এবং ১৭ ও ১৮ ফেব্রুরুয়ারি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। ১০ ও ১১ ফেব্রুয়ারি বৃষ্টি কম হলেও ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। এর পরিমাণ হতে পারে গত দু’দিনের মতো। তিনি বলেন, আজ রোববার থেকে রংপুর বিভাগে শীত বাড়তে থাকবে। শীত চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় পঞ্চগড়ে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯