শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
অনুসন্ধান২৪>>চাকুরিতে পুনর্বহালের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ছাঁটাইকৃত শ্রমিকরা। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টা থেকে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন লাগে। ফলে যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এর আগে নগরীর বগুরা রোডস্থ অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের কারখানার সামনে জড়ো হয় শ্রমিকরা। সেখান থেকে মিছিল নিয়ে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় আসে তারা। শুরুতে পুলিশ সদস্যরা মহাসড়ক অবরোধে শ্রমিকদের বাধা দিতে চাইলেও বিক্ষোভের মুখে সড়কের একপাশে অবস্থান নেয় তারা।
এসময় শ্রমিকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে এতে যুক্ত হন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আবরোধকালে শ্রমিকরা জানান, মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস। প্রথমে প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করে। দীর্ঘদিন ধরে তারা অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসে পরিশ্রম করে আসছেন। তবে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাইয়ে শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে
শ্রমিকরা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পিত এবং শ্রমিকবিরোধী। তাদের দাবি, আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে ১২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এটা স্পষ্টভাবে আমাদের সঙ্গে অন্যায় ও ষড়যন্ত্র
আন্দোলনকারী শ্রমিক মো. মিজানুর রহমান জানান, দীর্ঘ ১৭ দিন ধরে আমরা আন্দোলন করছি। ইতোমধ্যে জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরের উদ্যোগে আমাদের দাবির বিষয় নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু অপসোনিন ফার্মা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিচ্ছে না। চাকরিচ্যুত করার এক মাস আগে আমাদের অপসো স্যালাইন ফার্মায় একটি শ্রমিক ইউনিয়ন অনুমোদন হয়। এ কারণেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। ছাঁটাইকৃতদের পুনর্বহালের আগপর্যন্ত সংগ্রাম চলবে বলে জানান তিনি।
বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায়ভাবে ৫৭০ জন শ্রমিককে একযোগে ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের আন্দোলন চললে অপসো স্যালাইন ফার্মা নেতৃবৃন্দ শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চাকরিতে পুনর্বহালের দাবিতে অপসো স্যালাইন ফার্মা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এ কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, চাকরিচ্যুতির প্রতিবাদে বরিশালে অপসো স্যালাইন কারখানায় আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। গত বৃহস্পতিবার কয়েকশ শ্রমিক কারখানার প্রধান ফটকসংলগ্ন বগুড়া সড়কে সকাল-সন্ধ্যা প্রতীকী অনশন করেছেন। বুধবার মালিকপক্ষের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে গেলে আন্দোলনরত শ্রমিকরা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
অপসো স্যালাইন দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী অপসোনিন গ্রুপের একটি প্রতিষ্ঠান। এ কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। গত ২৯ অক্টোবর কারখানার স্টুরিপ্যাক (সিরিঞ্জ ও স্যালাইন সেট প্রস্তুতকারক) শাখার ৫৭০ জন শ্রমিককে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়। এর প্রতিবাদে এসব শ্রমিকসহ কারখানার সব শ্রমিক ৩০ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন।