সোমবার, ২০ মে ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
১৫ জন নিহত জাবালিয়া শিবিরে ইসরায়েলের হামলায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ মিললো আমিরাত থেকে আসা যাত্রীর শরীরে ফের পাওলি দাম ঢাকাই চলচ্চিত্রে পদচিহ্নও থাকবে না স্বাধীনতাবিরোধীদের : এমপিদের মারামারি তাইওয়ানের পার্লামেন্টে দফায় দফায়, তাপপ্রবাহের সতর্কবার্তা আরো ২ দিনের ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন বিদ্যুৎ প্রকল্পের ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি বরিশালসহ ৫ বিভাগে শান্ত-সাকিবরা মধ্যরাতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ খেলতে শুটকি সংরক্ষণাগার স্থাপনের দাবি সৈয়দপুরে পুতিন পৌঁছেছেন চীনে কুড়িগ্রামে বিএনপির ৪ নেতা বহিষ্কার ভোটে থাকায় ১৪৫.৩৬ শতাংশ লোকসান বেড়েছে ন্যাশনাল ব্যাংকের নায়ক শাহরুখ খান রয়েছেন কাতারে মৃত্যদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় নৌ সেনা কর্মকর্তাদের মুক্তির বিষয়ে। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে নির্মিত তথ্যচিত্র মুক্তি পেল
বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে নির্বাচনের মাঠে ,

বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে নির্বাচনের মাঠে ,

বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে নির্বাচনের মাঠে ,
বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে নির্বাচনের মাঠে ,

অনুসন্ধান২৪>> কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এলাকার সবর্ত্রই এখন উপজেলা পরিষদ নির্বাচনী আমেজ। এই উপজেলাতে সব চাইতে আকর্ষণীয় বিষয় হল বাবা-ছেলে ও দেবর-ভাবির প্রতিদ্বন্দ্বিতা।

মিল্টনের ৪ ব্যাংক অ্যকাউন্টের সন্ধান, টাকা পাঠাতেন কারা? মিল্টনের ৪ ব্যাংক অ্যকাউন্টের সন্ধান, টাকা পাঠাতেন কারা?
এবার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার মোটরসাইকেল প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত ঘোড়া প্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খানের ভাই রহিম উদ্দিন খান দোয়াত-কলম প্রতীকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহিম খানের ছেলে শাওন মামুদ খান কাপ-পিরিচ প্রতীক, ছালেহা বেগম আনারস ও ছালেহা বেগমের দেবর সাইফুল ইসলাম হেলিকপ্টর প্রতীক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিজের জয় ছিনিয়ে আনতে প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। নিজের পরিবারসহ কর্মীদের নিয়ে ছুটছেন ভোটারদের বাড়িতে। দিচ্ছেন হাজারো রকমের প্রতিশ্রুতি। উপজেলার সর্বত্রই জনসাধারণদের মাঝে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিভিন্ন প্রার্থীদের নিয়ে আলোচনা।

লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন ঢাবি প্রো-ভিসিসহ ৪ জনলিফট কিনতে ফিনল্যান্ড গেলেন ঢাবি প্রো-ভিসিসহ ৪ জন
এবারের এই উপজেলা নির্বাচনে আলোচনা সমালোচনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুল ইসলামের সহধর্মিণী সালেহা বেগম। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে করছেন। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দেবর মো. সাইদুল ইসলাম। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে ভাবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা লোপাটকারীদেরই উৎসাহিত করবে’‘বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা লোপাটকারীদেরই উৎসাহিত করবে’।জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার জানান, খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। নির্বাচন কমিশন থেকে ৫০টি কেন্দ্রে মোট ৩৪২টি বুথ স্থাপন করা হয়েছে।

ঢাকা-যশোর রেললাইন উদ্বোধন কবে, জানালেন রেলমন্ত্রীঢাকা-যশোর রেললাইন উদ্বোধন কবে, জানালেন রেলমন্ত্রী
অন্যদিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের ছোট ভাই মো. রহিম উদ্দিন খান দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার ছেলে শাওন মাহমুদ খান কাপ-পিরিচি প্রতীক নিয়ে নিজ বাবার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিষয়টি নিয়ে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা রয়েছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজর ৫২২ জন এবং নারী ভোটার ৫৭ হাজার ৪৮৬ জন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯