শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
অনুসন্ধান২৪>>মেহেরপুরের গাংনী উপজেলাতে পৃথক দু’টি মোটরসাইকেল দু্র্ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনা দু’টিতে আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুর ও রাত ৯টার দিকে বাওট ভূটির দোকান নামক স্থানে এ দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন গাংনী উপজেলার বাওট গ্রামের আব্দুল হান্নান ওরফে ভূটি বিশ্বাসের ছেলে আওয়ামী লীগের স্থানীয় নেতা মিজানুর রহমান ওরফে ক্যাপ্টেন (৬০) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হিদিরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে তাছিম (২৫)।
মটমুড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, চারটি মোটরসাইকেল রেস খেলছিল। দ্রুত গতির দু’টি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের পেছনে ধাক্কা খেয়ে রাস্তার উপর লুটিয়ে পড়ে। এ সময় তাদের সঙ্গী অপর একটি মোটরসাইকেল রাস্তার উপর পড়ে যাওয়া মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তাছিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে রাত ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার বাওট ভূটির দোকান নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল মিজানুর রহমান ক্যাপ্টেনকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন। তাকেও উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। রাজশাহী নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এদিকে আকুবপুরে দুর্ঘটনার শিকার দু’টি মোটরসাইকেল উদ্ধার করেছে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহত তাছিমের লাশ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে এবং মিজানুর রহমান ক্যাপ্টেনের লাশ রাজশাহী থেকে তার নিজ বাড়ি বাওটের উদ্দেশে রওনা দিয়েছে।